মুন্সীগঞ্জে ওলামাদের বিক্ষোভ ও তিন দফা দাবীতে স্মারকলিপি প্রদান!
মো: রুবেল বেপারী
গত ১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাদ কান্দালভী পন্থীদের হামলার প্রতিবাদে ওলামাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে আয়োজিত সমাবেশে জেলার ৬টি উপজেলার তাবলীগ জামায়াতের আলেম ওলামা, সাধারণ ছাত্র জনতা কয়েক হাজার অনুসারী অংশ নেয়। মাওলানা ছাদেক আলীর সঞ্চালনায় এসময় সমাবেশে বক্তব্য রাখেন, শহর জামে মসজিদের খতিব আবরারুল হক হাতেমী, মুফতি সিদ্দিকুর রহমান, প্রফেসর আব্দুল মান্নান, মুস্তফাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল গাফফার, মাওলানা মুফতী নেছার আহমাদ, ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ, হাফেজ মোঃ সেলিম, মুফতি ছানাউল্লাহ কাছেমি ও হেফাজতে ইসলামের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমাদ ইসহাকি সহ আরো অনেকে। বেলা সাড়ে ১১ টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ। পরে জামায়াতে তাবলীগের ওলামা পন্থীদের পক্ষ থেকে তিন দফা দাবী তথা মুন্সীগঞ্জ জেলার সকল মসজিদে স্থাদ পন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করা,তাবলীগের সকল কার্যক্রম সকল মসজিদে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করা ও মুন্সিগঞ্জ জেলার প্রত্যেক এলাকার “ইজতেমা মাঠে হামলায় অংশগ্রহণকারী” মাওলানা সাদ পন্থীদের তালিকা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।