তানিয়া ইসলাম প্রিয়া সিরাজদিখান , (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ খাসমহল বালুচর দক্ষিণ পাড়া হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এসময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া, মিলাদ ও তবারক বিতরণ করা হয়।
বেদনাদীর্ণ একুশের চেতনাকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে নানা আয়োজন দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। ভোর থেকেই ফুল নিয়ে রাস্তায় ছাত্রছাত্রীদের প্রভাবফেরিতে মুখরিত হয় পুরো এলাকা। শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে শিক্ষক শিক্ষিকাদের হাতে ফুলের ডালা ও ফুল হাতে নিয়ে দেখা যায় হাসিনা প্রি ক্যাডেট একাডেমির ছোট ছোট বাচ্চাদের।
এসময় উপস্থিত ছিলেন হাসিনা প্রি ক্যাডেট একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষিকা তানিয়া ইসলাম প্রিয়া, আরো উপস্থিত ছিলেন মো: শাহিন, হাসিনা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: শাহপরান, সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আবির, সহকারী শিক্ষক কিবরিয়া, সহকারি শিক্ষক ফয়সাল, সককারী শিক্ষক আবু তাহির, সহকারি শিক্ষিকা ইয়াসমিন,
হাসিনা প্রি ক্যাডেট একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষিকা তানিয়া ইসলাম প্রিয়া বলেন বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় পৃথিবীর আর কোন দেশ বাঙালিদের মতো মায়ের ভাষার জন্য জীবন দেয়নি।
বাংলা ভাষায় বাঙালির মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এই দিনে দিবসটির প্রথম প্রহরে, বীর শহীদদের স্মরণ করেছে, রক্তে রাঙা চিরচেনা একুশ এখন শুধু বাঙালি জাতিরই নয়, সাড়া পৃথিবীর সম্পদ, ঐতিহ্য, অহংকার ও গর্বের বিষয়। একুশ জাতির জীবনে আত্নত্যাগ, শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমানিত চিরস্মরণীয় একটি দিন।
একুশ এখন শুধু বাংলাদেশেরই নয়, সমগ্র পৃথিবীর গর্ব। ১৯৫২ সালের মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ ও ছাত্রছাত্রী এবং পরবর্তী প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য। সেই লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন। এই দিবসটিকে ঘিরে হাসিনা প্রি ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, চিত্রাঙ্কন, একুশের উপর আলোচনাসহ নানা প্রতিযোগিতার ও শহীদদের আত্মার শান্তির মাগফেরাত কামনা করা হয়