নিজস্ব প্রতিবেদক:১৪ মার্চ
বিশ্ব ভোক্তা অধিকার দিবস২০২৪
উপলক্ষে শুক্রবার (১৫মার্চ)সকাল ১০ টার সময় নগরীর চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদরায় বিপিএম(বার), পিপিএম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক(ডিআইজি) নুরে আলম মিনা, দি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বিশেষ অতিথি এবং চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের স্ববান্ধবে আমন্ত্রন জানিয়েছেন ক্যাব চট্টগ্রামের প্রতিনিধি শম্পা কে নাহার।