মো: রুবেল বেপারী, সিরাজদিখান প্রতিনিদি : বিক্রমপুর শিক্ষা ফাউন্ডেশন নামক সংগঠনের আহবায়ক ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এতে ড. মো সাইদুল ইসলাম খান অপু সভাপতি মাহবুবর রহমান সদস্য সচিব হয়েছেন।
কমিটির বাকি সদস্যরা হলেন, মঞ্জুর মোর্শেদ, শহীদ ঈ হাসান তুহিন, সিরাজুল ইসলাম , আবু জাফর আহমেদ মুকুল, তানজিল হাসান, এডভোকেট ব .ম শামীম,, সুমন্ত রায়, সৈয়দ মুকুট, মোক্তার হোসেন, আরিফ হোসেন, আরাফাতুজ্জামান বাবু, কে এম সবুজ, আকলিমা আক্তার, ফেরদাউসী কুইন, কাজী নজরুল বাবুল, মোহাম্মদ আলী, এড. মেহেদি, জুয়েল রানা, শেখ রতন, মোহাম্মদ আলী, মিজানুর রহমান প্রমুখ।
উপদেষ্টারা হলেন,ডা: মোজাহেরুল হক,জাহাঙ্গীর হোসেন, ড. জমির হোসেন ,অধ্যক্ষ শামসুল হক হাওলাদার ,ডা: নুরুল গনি,এমদাদুল হক পলাশ ,এড জাকারিয়া মোল্লা , আ: রশিদ ।