ফেনীর বণ্যা কবলিত এলাকার বানভাসী মানুষের পাশে দাড়ালো এইচ নূর ফাউন্ডেশন!
সিরাজদিখান প্রতিনিধিঃ
ফেনীর বন্যা কবলিত এলাকার বানভাসী মানুষের পাশে দাড়ালো সমাজ সেবা মূলক সামাজিক সংগঠন এইচ নূর ফাউন্ডেশন। “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” এমন চিন্তাচেতনায় উদ্বুদ্ধ হয়ে ও আল্লাহে সন্তুষ্টির উদ্দেশ্যে বানভাসী মানুষের পাশে দাড়াতে সংগঠনটির নিজস্ব অর্থায়নে শুক্রবার দুপুরে ফেনীর পশুরাম উপজেলার ফয়জুল উলূম ত’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এএনএম হুমায়ুন কবীর সাগরের নেতৃত্বে একই দিন বিকালে একই উপজেলা পরশুরাম, চিতুলিয়ার বিভিন্ন এলাকার বন্যা কবলিত ৫ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, পেয়াজ, সোয়াবিন তৈল, হলুদ গুড়ো, মড়িচ, গুড়ো, ওরস্যালাইন, নাপা সিরাপ, নাপা ট্যাবলেট,মোমবাতি ও দিয়াশলাই,ফ্যামিলি সাইজ ব্রেড,টোষ্ট বিস্কুটসহ বাচ্চাদের বিভিন্ন ঔষধ প্যাকেটে করে বিতরণ করা হয়। এতে এইচ নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরীসহ সংগঠনের স্বেচ্ছাসেবী অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। এর আগে গত গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিতে বাসযোগে ত্রান সামগ্রী, ঔষধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হন সংগঠনের সদস্যরা। পরে সেখানে পৌছে শুক্রবার ভোরে ফেনীর দাগনভুইয়া এলাকার ১ শতাধিক মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বানভাসী মানুষের পাশে দাড়ানোর মহৎ কার্যক্রমের সূচনা করা হয়।