পটিয়া প্রতিনিধি : ২৩ ফেব্রুয়ারি
চট্টগ্রামের পটিয়ায় একুশে বইমেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রফেসর ড.অনূপম সেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার নব-নির্বাচিত সাংসদ এম মোতাহেরুল ইসলাম চৌধুরী। আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক শিশির দত্ত ,কবি বিশ্বজিৎ চৌধুরী, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব বাবুল সহ আমন্ত্রিত অতিথি বর্গ মঞ্চে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র ও মেলা কমিটির সভাপতি প্রফেসর মোঃ হারুন উর রশীদ।
সমাপনী দিনে মোড়ক উন্মোচিত হয়েছে শিক্ষাবিদ,অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব এর" বিঞ্জান ও কুসংস্কার বইটি।
পটিয়া ক্লাব মাঠে আয়োজিত ৩ দিনের বই মেলায় এসেছে বয়োবৃদ্ধ- শিশু কিশোর, নারী -পুরুষ সহ সাহিত্য ও বই প্রেমী উৎসুক জনতা। শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে দক্ষিণ জেলার পটিয়ার বইমেলা।