পটিয়া কাগজী পাড়া এলাকায় বাসের ধাক্কায় প্রাণ গেল ১ব্যবসায়ীর…!
পটিয়া প্রতিনিধি:১৬মার্চ( চট্রগ্রাম)
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার কাগজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় মোঃ আরফাত (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাগজীপাড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
গতকাল(১৫ মার্চ) শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজারে একটি গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে আরফাতের।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে সে মোরসাইকেল চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উঠলে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস পিছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, কাগজী পাড়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা পটিয়া থানায় দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত অফিসার।