উজ্জ্বল রায়, নড়াইল থেকে,
বুধবার (২১ ফেব্রুয়ারি) পুলিশ লাইনস্ স্কুল, নড়াইলের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সপুলিশ লাইনস্ ড্রিল শেডে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান। পুলিশ লাইনস স্কুলের সহকারী শিক্ষকা কামরুন নাহার কাঁকনের সঞ্চালনায় প্রধান শিক্ষিকা ফেরদৌসী বেগম স্বাগত বক্তব্য রাখেন। পুলিশ সুপার বলেন "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত"। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের ভবিষ্যত কর্মস্পৃহা বৃদ্ধি পায়। লেখাপড়ার পাশাপাশি কবিতা আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের আহ্বান করেন।
পুলিশ লাইনস্ স্কুলের কোমলমতি শিশুরা চিত্রাঙ্গন, বাংলা বানান লিখন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুলিশ সুপার মহোদয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক, পুলিশ লাইনস্ স্কুল ম্যানেজিং কমিটি; মোশারত আক্তার, সহ-সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), নড়াইলসহ পুলিশ লাইনস্ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।