নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া, নড়াইলের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, শুক্রবার (১২ জুলাই) চার দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। অনুষ্ঠানের শুরুতেই মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল ও পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় স্বাগত বক্তব্যে মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল; মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল; সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, যুগ্ম সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, কৃশ্ন পদ দাসসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।