ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই-যুবদল নেতা প্রীন্স নাদিম!
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নেতাকর্মীদের সাথে নিয়ে হিন্দু ধর্মালম্বীদের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রীন্স নাদিম। উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষী বিলাস গ্রামে গ্রামের শান্তি মন্ডলের বাড়িতে আয়োজিত তিন দিন ব্যপী বিশ্বকর্মা পূজার সমাপনী দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শন শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আলোচনা করেন যুবদল নেতা প্রীন্স নাদিম। পূজা মন্ডপের সভাপতি অনন্ত মন্ডলের সভাপতিত্বে এসময় জেলা যুবদল নেতা প্রীন্স নাদিম হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কিসের সংখ্যালঘু। আপনারা আমরা এ বাংলাদেশেই জন্ম নিয়েছি। বাংলাদেশে মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আমাদের কোন ভেদাভেদ নাই। আমাদের যতটুকু অধিকার বাংলাদেশে আছে৷ আপনাদেরও ঠিক ততটুকু অধিকার আছে। সে হিসেবে আপনার সংখ্যালঘু নন। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি। এসময় মতবিনিময় সভায় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, কেয়াইন ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসে ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদুল আলম, মুন্সীগঞ্জ জেল যুবদলের আহবায়ক সদস্য এসকে আল-আমীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসলাম রেজা, আহবায়ক সদস্য মেহেদী হাসান হিরা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শুশিল মন্ডল, সহ-প্রচার সম্পাদক বাবু দেওয়ান, যুবদল নেতা সালাউদ্দিন শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান শুভ, সাবেক প্রচার সম্পাদক আনিছুর রহমান দূর্যয়, কেয়াইন ইউনিয়ন ছত্র দলের সহ-সভাপতি সিফাত প্রমুখ।