শেখ,হামিদুর রহমান মুন্সিগঞ্জ প্রতিনিধি।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের শিকদার বাড়ীর পাশ ঘেঁষে পদ্মা নদী হতে একটি খাল আরিয়াল বিলে মিলিত হয়েছিলো
পূর্ব বাঘড়া তিন হালট নামক স্থানে খলটির একটি অংশ কাদিরকান্দা হয়ে সাপমারা পল্টন হয়ে আরিয়াল বিলে মিলিত হয়।
আরেকটি অংশ উত্তর পশ্চিম কামারগাও সিমান্ত দিয়ে মরহুম হান্নান মুন্সীর বাড়ীর দক্ষিন এবং সর্দার বাড়ীর উত্তর সিমানা ঘেঁষে কাঠালবাড়ীর খালের সাথে মিলিত হয়।
আশি, নব্বই দশকের মাঝামাঝি সময়েও এই খালের দুটি অংশ সচল ছিলো কাঠালবাড়ী, বৈচারপাড়, পূর্ব কাঠালবাড়ী সহ বিভিন্ন অঞ্চলের মানুষ বর্ষা মৌসুমে এই খাল দিয়ে বিভিন্ন মালামাল পরিবহন সহ চলাচল করিতেন।
সময়ের বিবর্তনে ঢাকা দোহার আন্তঃজেলা সড়ক নির্মান হওয়ায় উত্তর কামারগাও আল আমীন নামক একটি বাস স্টপেজ এবং বাজার গড়ে উঠে
ধীরে ধীরে দখলদারদের আয়ত্ত্বে চলে যায় আল আমীন বাজার সংলগ্ন খালের অংশ।
একাধিক স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় এক সময় এই খাল ছিলো আরিয়াল বিল হতে বর্ষা মৌসুমে ফসল পরিবহনের এক মাত্র পথ।
উনারা আরো বলেন বিশ ত্রিশ বছরের ব্যবধানে হারিয়ে গেলো খাল খালের উপর ঘরে উঠেছে বড় বড় দালান ব্যবসা প্রতিষ্ঠান দখলদারিত্বে হারিয়ে গেলো অনেক স্মৃতি বিরাজিত খাল।
উনারা আরো উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দখলদারত্বের কবল হতে খালটি উদ্বার করার জন্য।