শেখ,হামিদুর রহমান মুন্সিগঞ্জ প্রতিনিধি: আজ ১৯ শে ফেব্রুয়ারী ২০২৪ইং বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ও তৃণমূল বি, এন,পির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয় শাইনপুকুর গ্রামের বাড়ীতে। দিবস উপলক্ষে কোরআন তেলওয়াত, পূস্প শ্রদ্ধাঞ্জলি দোয়া মাহফিল ও ১৫ হাজারের অধিক মানুষের দুপুরের খাবার আয়োজন করা হয়। খাবারের মেনু সাদা ভাত,সবজি, গরুর মাংস,খাশির মাংস ডাল, পায়েস ইত্যাদি, এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবের পারিবারিক সদস্য মাননীয় প্রধান মন্ত্রীর উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ঢাকা -১ আসনের সংসদ সদস্য জনাব সালমান, এফ,রহমান, লিমন মিয়া, ইফতেখার ভূইয়া হৃদয় মিয়া, সুয়েম আহম্মেদ মিয়া, নয়ন মিয়া, তারেক মিয়া,আসিফ মিয়া, সহ পরিবারের অনেকে। এছাড়া আরো উপস্থিত ছিলেন তৃণমূল বি, এন,পির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, সাধারন সম্পাদক এ্যাড, তৈমুর আলম খন্দকার, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আক্কাস খান, সহ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মোরল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শামীম আহম্মেদ সহ তৃণমূল বি, এন,পির কেন্দ্রীয়, বিভাগীয়,জেলা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ। পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবের বড় মেয়ে তৃণমূল বি, এন,পির নির্বাহী চেয়ারম্যান এ্যাড, অন্তরা সেলিমা হুদা।