চট্টগ্রামস্থ খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:২২ মার্চ
নগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডের কলসি দিঘী(ক্বেরাতুল কোরআন ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে চট্টগ্রামস্থ খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল ২২ মার্চ, শুক্রবার ,১১ রমজানে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ মনির তালুকদার, সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং রায়েন্দা ইউপির সাবেক চেয়ারম্যান,শরণখোলা উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক লীগ বন্দর থানা শাখার সভাপতি মোঃ আবু সাঈদ,ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের সভাপতি মোঃ এনায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মু:বাবুল হোসেন বাবলা, আবু তালেব চৌধুরী মধু,ডা, জাকির হোসেন, মোঃ সাদ্দাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, আমি গণ মানুষের সেবা ও কর্মের মাধ্যমে আগামী তে বাগেরহাট জেলার রায়েন্দা ও শরণখোলা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আবারও জনগণের কাজ করতে চাই।
পরিশেষে বিশেষ দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করে ইফতার মাহফিল আয়োজন সম্পন্ন হয়েছে।