আরবি, ফারসি, ইংরেজী ছাড়া আমাদের বাংলা অসহায় মনে হয়।
এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের ‘শহিদ’ আরবি শব্দ, ‘মিনার’ ফারসি শব্দ। আর ‘পুষ্প’ সংস্কৃত শব্দ।
এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান ‘বাংলা একাডেমি’ সেই বাংলা একাডেমির ‘একাডেমি’ আবার ইংরেজি শব্দ।
এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।
এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ!এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই , কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি শব্দ!
পোস্ট কালেক্টেড!
এই যে লিখলাম “পোস্ট”, “কালেক্টেড” দুইটাই আবার ইংরেজি শব্দ!